Monday 11 April 2011

তিন সন্ধ্যে

জানতে চাওনি তাও ,
মনে হয়েছিল যদি
তিনটে  সন্ধ্যে চাওয়া যায়
 

সন্ধ্যে এক
লর্ডশেডিইং-এর ঠিক পর
শিক দেওয়া জানালার 

পাশে বসে
মুখোমুখি কবিতা শোনার
 

সন্ধ্যে দুই
কোনো এক কালবৈশাখী ঝড়ে
অজয়ের ধারে তোমাকে পাবার
 

সন্ধ্যে তিন
বুদ্ধ পূর্নিমা সাঁঝে 
তোমার মাথাটি নেব
আমার সমস্ত কোল মাঝে

মিয়োনো দেশলাই তাই
সাঁঝবাতি জ্বলেনি আমার
শুধু একটি রাত্রি এসেছিল |
গোপনে দুজনে মিশে যাবার
কালিঘেরা রাত্রির শেষে
বলেছিলে ডেকে
তোমার প্রেমিকার কাছে
আমার তিনটে সন্ধ্যে
রাখা আছে |

No comments:

Post a Comment